সংগঠন কি ভাবে করবো,এনজিও কি,ফাউন্ডেশন কি ভাবে করবো

 
How to do the organization, what is the NGO, how to do the foundation

আপনি একজন স্বেচ্ছাসেবক,আপনি সমাজের মানুষের সর্বদাই অনুদান দিয়ে থাকেন,কিন্তু কোন প্রমান নেই,এতে আপনার ফোকাস হবে না,যখন আপনার সংগঠন থাকবে,বেনার ইউজ করবেন,ছবি তুলবেন,তথ্য সংগ্রহ করবেন,দানসীল ব্যক্তির কাছে  অনুদান সংগ্রহ করবেন,এবং বিতরন করবেন, এবং বছর শেষে  একটি এনুয়েল রিপন তৈরি করবেন।

দেন ডোনার এনজিও র কাছে সামমিট করবেন। তারা আপনার কার্যক্রম পর্যবেক্ষন করবে এবং আপনাকে অনুদান প্রদান করবে।

সংগঠন কি


How to do the organization, what is the NGO, how to do the foundation





এখন আপনি কি ভাবে সংগঠন  করবেন?


১/ আপনার এলাকার কিছু সংখ্য ছেলে / মেয়ে যারা সংগঠন করতে আগ্রহী  তাদের কে ডাকবেন,২০/৩০জন, এবং বসবেন,আলোচনা করবেন, আমরা একটি সংগঠন করবো,রাজি থাকলে সবার নাম নাম রেজিস্ট্রার খাতায় লিখবেন,এবং সবার এনআইডি  কার্ড ফটোকপি নিবেন,ছবি নিবেন,এবং ফাই ল করবেন।

এনজিও নাম  করন করবেন


২/ আবার সবাইকে ডাকবেন যারা  সদস্য হলো,এবার সবার কাছে প্রস্তাব করবেন কি নাম দেওয়া যায় সবার সিদ্ধান্ত মোতাবেক চুড়ান্ত করবেন।

জেনারেল কমিটি 


৩/ যারা প্রথমে সদস্য হলো তারা জেনারেল সদস্য ২১ জনের উপবে যত খুশি,

ইসি কমিটি পরিচালনা পরষদ


৪/  জেনারেল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭জন/৯জন/১১জন সদস্য নিয়ে গঠন করবেন।এবং প্রতেক সভার রেজুলেশন করবেন।


সংবিধান কি

সংবিধান তৈরি করবেন


সংবিধান হলো কোন শাসনব্যবস্থার মূল গ্রন্থ যাতে, স্বায়ত্তশাসিত কোন রাজনৈতিক সত্তার কর্তব্য নির্ধারণের মৌলিক নিয়ম ও সূত্রসমূহ লিপিবদ্ধ থাকে।[১] কোন দেশের ক্ষেত্রে এই শব্দ সেই দেশের জাতীয় সংবিধানকে বোঝায়, যা রাজনৈতিক মৌলিক নিয়ম ও সরকারের পরিকাঠামো, পদ্ধতি, ক্ষমতা ও কর্তব্যকে প্রতিস্থাপিত করে। সংবিধান দুই ধরনের হতে পারে এক, লিখিত দুই, অলিখিত৷

এরিস্টোটল কর্তৃক সংবিধানের শ্রেণিবিভাজন

অলিখিত  লিখিত, কিছু অংশ প্রথা দ্বারা প্রচলিত এবং যা একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা পাশ হয় না তাকে অলিখিত সংবিধান বলে।



তার পর নিকটস্ত সমাজসেবা অফিসে  যোগাযোগ করবেন রেজিষ্ট্রেশন করবেন।


এনজিও  ব্যুরোতে করতে পারেন 



সংস্থার নাম ঠিকানা নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষ নিবন্ধন নং নিবন্ধনের তারিখ বুরো বাংলাদেশ প্রধান কার্যালয় : বাড়ী নং-১২/এ,রোড নং – ১০৪,ব্লক নং-সিইএন(এফ),গুলশান-২,ঢাকা-১২১২ বাংলাদেশ। টেলিফোন : ৮৮-০২-৯৮৬১২০২,৯৮৮৪৮৩৪, ফ্যাক্স : ০২-৯৮৮৪৮৩২,৯৮৫৮৪৪৭ ই-মেল : buro@burobd.org সমাজ সেবা অধিদপ্তর ট-০৪৮৯ ৯ এপ্রিল,১৯৯১ এনজিও বিষয়ক ব্যুরো। ৬১০ ১৯ মার্চ,১৯৯২ রেজিষ্টার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এণ্ড ফার্মস বাংলাদেশ এস-৭০২৬(২১৪)০৭ ৬ সেপ্টেম্বর,২০০৭ ক্ষুদ্র ঋণ নিয়ন্দ্রণকারী কর্তৃপক্ষ (এম.আর.এ) ০০০০০৪-০০৩৯৪-০০২৮৮ ২৫ জুন,২০০৮









Post a Comment

0 Comments