জণ শুনানি দিশারী

  জন শুনানী দিগারী কি?

উন্নয়ন রিকল্পনা ও স্থানীয় বাস্তবতার এই প্রথাগত টানাপোড়েন বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিজ্ঞতার মাপকাঠিতে যাচাই করা প্রয়োজন।

কোথায় অনুষ্ঠিত হয়

ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত।  

জণ শুনানি দিশারী

গৃহীত জাতীয় উন্নয়ন পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নের চাহিদার মধ্যে প্রায়শই একধরনের ব্যবধান লক্ষ্য করা যায়।  বিশেষত সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছানোর ক্ষেত্রে এটি একটি বড় বাধা।  উন্নয়ন রিকল্পনা ও স্থানীয় বাস্তবতার এই প্রথাগত টানাপোড়েন বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিজ্ঞতার মাপকাঠিতে যাচাই করা প্রয়োজন। ব্যবস্থা গ্রহনের জন্য দিশারী ও সহযোগি সংগঠন গাইবান্ধা। 

জণশুনানী দিশারী ওপিডি

জণ শুনানি দিশারী


দিশারী প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা কি

দিশারী একটি প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন, যা প্রতিবন্ধীদের কল্যানে কাজ করে  দিশারী এনজিও গাইবান্ধা জেলার ৭টি উপজেলায় কাজ করে।

Post a Comment

0 Comments