দিশারীর -ইশারা ভাষার উপর রিফ্রেসার ট্রেইনিং

দিশারীর -ইশারা ভাষার উপর রিফ্রেসার ট্রেইনিং










বধির ব্যক্তির যোগাযোগ, কমিনেকেশন

দিশারী প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা আয়োজিত ,শ্রোবন ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কমিনেকেশন বৃদ্ধিতে ইশারা ভাষার উপর দিনব্যাপি প্রশিক্ষনের আয়োজন করা হয়।এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘বাংলা ইশারা ভাষা সকলের অধিকার’।


দিশারী প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা সভাপতি মোছাঃ রুবি আক্তার ট্রেইনিংয়ে ফেসিলেট করেন। এছাড়াও সংগঠনের বাকপ্রতিবন্ধী সদস্যরা অংশ গ্রহন করেন।

বাংলা ইশারা ভাষা

দিশারীর সম্পাদক লিটন মন্ডল বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতীয় উন্নয়নের স্বার্থে সর্বস্তরের জনগণের জন্য বাংলা ইশারা ভাষা ও প্রশিক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

দিশারীর সম্পাদক লিটন মন্ডল বলেন, ইশারা ভাষা মূলত মানব ইতিহাসের প্রথম ভাষা। তাই একে সকল ভাষার মাতৃভাষা বলে অভিহিত করা যায়। কিন্তু বিশ্বের শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম ইশারা ভাষাকে আমরা অবজ্ঞা অবহেলা করে আসছি। তাই সার্বিক বিবেচনায় সমাজের সকলকে নিজ প্রয়োজনে এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে ইশারা ভাষা শেখা খুবই প্রয়োজন। তাই এ ভাষার বিস্তার এবং প্রতিবন্ধীদের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য প্রথম ভাষা হিসেবে আইনি স্বীকৃতি দেওয়ায় সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।



Post a Comment

0 Comments